উপজেলা সমাজসেবা কার্যালয়, চাটমোহর, পাবনার আওতাধীন সম্মানীত সকল সুবিধাভোগী/ ভাতাভোগীদের প্রতারক চক্র থেকে সচেতন হবার পরার্মশ দেওয়া হলো। প্রতারক চক্র ফোন করে আপনার নগদ মোবাইল নম্বরের পাসওয়ার্ড/পিন ও ওটিপি অথবা সিরিয়াল কিংবা কোড জানতে চাইতে পারে এবং কোন কোন ক্ষেত্রে তারা নিজেদের সমাজসেবার লোক বলে পরিচয় দিতে পারে আপনারা কোন অবস্থায় তাদের কোন রকম তথ্য দিবেন না, এরা প্রতারক চক্র সচেতন হন।
কেননা চাটমোহর সমাজসেবা কার্যালয় থেকে কখনোই আপানাকে ফোন দিয়ে পাসওয়ার্ড/পিন ও ওটিপি অথবা সিরিয়াল কিংবা কোড জানতে চাইবেনা, সমস্যা দেখলে উপজেলা সমাজসেবা কার্যালয়, চাটমোহর এ সরাসরি এসে সমাধান নেবার অনুরোধ রইলো।
অনুরোধক্রমে
মোঃ রেজাউল করিম
উপজেলা সমাজসেবা অফিসার
চাটমোহর, পাবনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস